রংপুরে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বয়সজনিত সমস্যা ও ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।
মারা যাওয়া মুসল্লিরা হলেন—রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। জানা যায়, টাঙ্গাইলের মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুরে এসে ইজতেমায় অংশ নিচ্ছিলেন। ইজতেমা ময়দানে বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন। তিনি জানান, “বয়স ও ঠান্ডাজনিত সমস্যার কারণেই সকালে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। জানাজা শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।”
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, “শ্বাসকষ্টজনিত জটিলতায় তাদের মৃত্যু হয়েছে। দু'জনের মৃত্যুই স্বাভাবিক।”
রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লির আখড়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা। প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যুতে ইজতেমা মাঠে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।