শ্যামবাজারে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:০০

সংগৃহীত

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নয়ন নামের এক যুবক আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে গেছে। বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে, গত ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top