শিশু সাজিদ কখন মারা গেছে, যা বললেন চিকিৎসক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৪:১৬

সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর নলকূপ খননের সরু গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে প্রায় ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে ৬০ ফুট নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে রাত ৯টা ৩৫ মিনিটে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. বার্নাবাস হাসদা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডা. বার্নাবাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। দীর্ঘ সময় গর্তের ভেতর থাকায় অতিরিক্ত ঠান্ডা ও অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, টানা চেষ্টার পর ৬০ ফুট গভীর গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দীর্ঘ সময় আটক থাকায় তাকে জীবিত রাখা যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top