কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত শান্ত মোহাম্মদপুর ডাংয়ের পাড়ার মো. শিপন আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩ এস এর কাছে এই ঘটনা ঘটে। তখন ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়, যার ফলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনেন। পরে নিহতের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করে।
বিজিবি এ ঘটনায় তদন্ত চালাচ্ছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।