জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব
শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৬
বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বৈরাচারী বাংলাদেশ আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।
প্রেস সচিব সফিকুল আলম বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ পরিদর্শন এবং দরবার শরিফের পাশেই পদ্মার ডজনতীর রক্ষাবাঁধের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় তিনি নড়িয়া উপজেলার ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা সেতুর বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন বলে জানান। এ বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ শুরু করার আশ্বাসও দেন তিনি।
প্রেস সচিব বেলা এগারোটার দিকে সুরেশ্বর দরবার শরিফে পৌঁছান। প্রথমে তিনি দরবারের প্রতিষ্ঠাতা পীর আহাম্মদে জান শরিফ (রহ.)-এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জিয়ারত করেন।
পরে দরবারের অন্যান্য অলী-আউলিয়াদের মাজারও জিয়ারত করেন।এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসসহ দরবার শরিফের পীর ও ভক্তবৃন্দ।
সরকার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রেস সচিব বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।