আমরা চাই এই নির্বাচনে প্রতিটি মানুষ যেন ভোট দেওয়ার সুযোগ পায়- আনিসুর রহমান খোকন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
আমরা চাই এই নির্বাচনে প্রতিটি মানুষ যেন ভোট দেওয়ার সুযোগ পায় সবাই যেন হাসি মুখে ভোট দিতে আসতে পারে সে রকম একটি নির্বাচনের পরিস্থিতি আপনারা তৈরি করে দিবেন।শুক্রবার সন্ধায় সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২২ নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। তিনি আরো বলেন, তারেক রহমান এই দেশকে ভালবেসে এই দেশের মানুষের জন্য তার পরিবারের যে পরিমান কষ্ট তাদের পরিবারে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনারা সবাই ধানের শীষের পক্ষে একা কজন খোকন তালুকদার হয়ে কাজ করবেন।
এসময় ঝাউদী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার
আঃ গফুর বেপারীর সভাপতিত্বে ও কাজী রকিব উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।