সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ধুনটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্টবোঝাই চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেবেকা খাতুন (২৬) ও তার চার বছর বয়সী মেয়ে হুজাইফা খাতুন। রেবেকা ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে রেবেকা খাতুন তার মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে পেঁচিবাড়ি এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পার্শ্ব রাস্তা থেকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে মা ও মেয়ে সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে ধুনটগামী দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার গাড়িটি সড়কে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top