মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ভোলায় ভুল রক্ত দেওয়া প্রসূতির মৃত্যু, জন্মের ৪ দিনেই এতিম হল শিশু

বরিশাল প্রতিনিধি | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৫

ছবি: সংগৃহীত

ভোলায় ভুল রক্ত শরীরে দেওয়ার অভিযোগে লামিয়া (১৯) নামের এক প্রসূতি মৃত্যুর মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, অস্ত্রোপচারের পর ক্রস ম্যাচিং না করে ‘ও’ পজিটিভের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়ার মৃত্যু হয়। ঘটনা ঘটেছে ভোলা শহরের ‘বন্ধন হেলথ কেয়ার’ নামের একটি ক্লিনিকে।

নিহতের স্বজনরা ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়ে দায়ীদের বিচার দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মোতায়েন করা হয়েছে।

নিহতের ভাসুর মো. রাজিব জানান, বুধবার (৭ জানুয়ারি) লামিয়াকে ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সিজারিয়ানের মাধ্যমে তিনি ছেলেসন্তান জন্ম দেন।

রাজিব বলেন, “রোগীর রক্তের গ্রুপ নির্ণয় ও ক্রস ম্যাচিংয়ের জন্য ক্লিনিক কর্তৃপক্ষ ১,২০০ টাকা নিয়েছিল। তবে ক্রস ম্যাচিং না করে ‘ও’ পজিটিভের পরিবর্তে এক ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত রোগীর শরীরে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রোগীর খিঁচুনি দেখা দেয় এবং অবস্থা খারাপ হলে তাকে বরিশালে স্থানান্তর করা হয়।”

বরিশালে আইসিইউ ও লাইফ সাপোর্টে চার দিন থাকার পর সোমবার বিকেল ৫টায় লামিয়ার মৃত্যু হয়। মৃত্যুর সনদে মৃত্যুর কারণ হিসেবে ভুল রক্ত দেওয়া উল্লেখ করা হয়েছে।

ভোলায় মৃত্যুর খবর পৌঁছালে রাতেই স্বজনরা ক্লিনিকের সামনে বিক্ষোভ চালিয়ে হামলা ও ভাঙচুর করেন। তারা চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিচারের দাবিতে ক্লিনিক ঘিরে বিক্ষোভে অবস্থান নেন।

ঘটনাস্থলে উপস্থিত ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বিক্ষুব্ধদের শান্ত থাকার আহ্বান জানান এবং আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক মো. জিয়া উদ্দিন বলেন, “ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top