গোপালগঞ্জে সাংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৫

গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জে সংবাদকর্মীদের সংবাদ ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ ৫টি সাংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিয়েছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষে আনুষ্ঠানিকভাবে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর
সাংবাদিক নেতৃবৃন্দদের হাতে এ কম্পিউটার তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু আল রাফি, মো: মামুন খান, জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম,
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলানিউজের
একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দেশ টিভির সলিল
বিশ্বাস মিঠু, নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো “হাই ফ্লো নজল ক্যানোলা” মেশিন সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদের কাছে হস্তান্তর করেন। এ সময় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: মহেশ চন্দ্র ঢালী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top