শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় হামলা

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১৭:৫৫

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় হামলা

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় লক্ষ্মীপুর-২ সংসদীয় উপ-নির্বাচনের জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ ফয়জুল্লা শিপন এর নামে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে মতবিরোধের এক পর্যায়ে হামলা ও ভাংচুর চালানো হয়।

শনিবার (১৩ মার্চ) সাংগঠনিক সভা স্থল লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেষ্টুরেন্টের ভিতরে ও সামনের গ্লাস ভাংচুর করে শিপন এর সমর্থীত লোকজনরা।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনের প্রার্থী নির্ধারনের সাংগনিক সভায় জেলা আহবায়ক এম আর মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগনিক সম্পাদক রেজাউল করিম ভূইয়া।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল, প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, নাজমা আক্তার এমপি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমানসহ জেলা ও রায়পুর উপজেলার নেতৃবৃন্দ।
এব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আজিজুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top