• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লাইসেন্স না থাকায় বেসরকারি হাসপাতাল সিলগালা

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ২১:৩৬

মাদারীপুরে লাইসেন্স না থাকায় ও মামলা থাকায় বেসরকারি হাসপাতাল সিলগালা

মাদারীপুরে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচলনা ও মালিকানা দ্বন্দ নিয়ে মামলা থাকায় ডিজিটাল এ্যাপোলো হাসপাতাল সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হাসপাতালটি সিলগালা করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হক ও সদর হাসপাতালের ডা. মীর রায়হান উপস্থিত ছিলেন।

জানা যায়, ৮ মার্চ পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) স্বাস্থ্য অধিদপ্তর এ্যাপোলো হাসপাতালের পরিচাকদের চিঠি দিয়ে বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। চিঠিতে লাইসেন্সবিহীনভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করায় বিজ্ঞ আদালতে এর মালিকানা বিষয়ে চুড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এই চিঠির নির্দেশ পালন না জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ দুপুর ১ টার দিকে হাসপাতালটি সিলগালা করে দেয়। সেসময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নেয়।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top