মোবাইল কোর্টে ইমা ক্যাবল নেটওয়ার্কে জরিমানা

দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০০:১০

চলমান লকডাউনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন, উপজেলা নির্বাহী অফিসার ও ঘোড়াঘাট থানার ওসি

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ইমা ক্যাবল নেটওয়ার্কের মালামাল জব্দসহ জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম ঘোড়াঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

বুধবার বিকেলে ঘোড়াঘাট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাগানবাড়ীর ইবারক মিয়ার বাড়িতে অবস্থিত ইমা ক্যাবল নেটওয়ার্কে মোবাইল কোর্ট পরিচালনা কালে এ ক্যাবল নেটওয়ার্কের বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয় ইমা ক্যাবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন বৈধ কাগজ পত্র দেখতে। পরে ওই ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোল রুম উচ্ছেদ এবং ডিস লাইন সরবরাহের কাজে ব্যবহারিক প্রায় লক্ষাধিক টাকার যন্ত্রাদি জব্দ করা হয়।

পাশাপাশি ওই বাগির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোকজন। জানা গেছে, দীর্ঘ দিন থেকে ইমা ক্যাবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ আবাসিক বিদ্যুৎ লাইনের মাধ্যমে ডিস লাইনের বাণিজ্য ব্যবসায় করে আসছিল। একটি আবাসিক বিদ্যুৎ লাইনে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল কেন আসে তা খতিয়ে দেখেনি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্তৃপক্ষ।

ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বলেন, ইমা ক্যাবল কর্তৃপক্ষ বৈধ কাজ দেখাতে না পারায় তাদের ডিস সরবরাহ ব্যবহারিত যন্ত্রাদি জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের ৩০ দিনের সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজ পত্র দেখাতে সক্ষম হলে তাদের সকল যন্ত্রাদি ফেরত দেওয়া হবে। একই ভাবে উপজেলা নির্বাহী অফিসার গতকাল সোমবার উপজেলার রাণীগঞ্জ হাটে স্বাস্থ্য বিধি ও মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। এ সময় তিনি জানান, সরকারি নির্দেশনা মতাবেক প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: দিনাজপুর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top