মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ২০:২১

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

দোয়ারাবাজারের সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় পণ্যের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সুত্রে জানা য়ায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে বুধবার (২১ এপ্রিল) রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ১২২৬/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের চান্দেরঘাট গ্রামের তালতলা নামক স্থান হতে ৫০ কেজি বাংলাদেশী মশুর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৪,০০০/- টাকা।

অন্যদিকে বাগানবাড়ী বিওপির এর টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহীনুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার ১২২৭/৫-এস এর নিকট হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী (বর্ডার হাট) নামক স্থান হতে ৪৮ কেজি ভারতীয় চিনি, ০৫ কেজি চা-পাতা এবং ২০ কেজি জিরা আটক করে, যার আনুমানিক মূল্য ১২,৩৮০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত চিনি, চা-পাতা, জিরা ও বাংলাদেশী মশুর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top