ঘোড়াঘাটে ডাকাত আতঙ্কে রাত কাটাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসীর পরিবার

দিনাজপুর থেকে | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ২১:৫৮

ঘোড়াঘাটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলে মোহাম্মদ আলী রিমন

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির আতঙ্কে রাতের পর রাত কাটছে এক যুক্তরাষ্ট্র প্রবাসী পরিবারের। এতে নিজেদের জীবন মালের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। থানা পুলিশের কাছে একাধিক বার নিরাপত্তা চেয়েও পুলিশের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের পক্ষ থেকে। এ অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার শীধলগ্রাম (কাশিয়াতলা) গ্রামে তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে কান্না জড়িত কণ্ঠে এ সব অভিযোগ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলী রেজওয়ান ও তার ছেলে মোহাম্মদ আলী রিমন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলে মোহাম্মদ আলী রিমন বলেন, তার বাবা সহ পরিবারের প্রায় সকলেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ২০১৪ সালে তার পিতা দেশে থাকা অবস্থায় ৫০/৬০ জনের একদল ডাকাত তাদের বাড়ীতে ডাকাতি চালায়।

এ সময় ডাকাত দল তাদের মারধর করে প্রায় ২৭ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এর কয়েক বছর পর ডাকাত দল আবারও তাদের বাড়ীতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। তখন গ্রামবাসীর ধাওয়াতে ডাকাত দল ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এরপর গত ২৫ ফেব্রুয়ারী একদল ডাকাত তাদের আবাদি জমিতে সেচ দেয়ার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়। এরপর মোবাইলে লাখ টাকা দাবী করে আসছে।

সম্প্রতি তার বাবা যুক্তরাষ্ট্র থেকে গত সাড়ে চার বছর পর দেশের বাড়ীতে ফিরে আসে। তার ইচ্ছা ছিল ছয় মাস দেশের বাড়ীতে অবস্থান করে আবার যুক্তরাষ্ট্রে চলে যাবেন। গত ২১ এপ্রিল একদল ডাকাত তাদের বাসায় পুনরায় হামলা চালায়। এ সময় মোহাম্মদ আলী রিমন তাৎক্ষনিক ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশের পক্ষ থেকে তেমন কোন সাড়া পাওয়া যায়নি বলে তাদের অভিযোগ।

সংবাদ সম্মেলনে আলী রিমন আরও জানান, ডাকাত দল তাদের বাসায় হামলা চালায় রাত পৌনে ২টার দিকে। আর পুলিশ আসে রাত সাড়ে ৩টায়। ততক্ষণে গ্রামবাসীর ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। এ সময় কান্নায় আবেগ আপ্লুত হয়ে রিমন বলেন, ইতিপূর্বে বিভিন্ন ওসি তাদের নিরাপত্তা দিয়ে আসলেও বর্তমান থানা পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে না বলে দাবী করেন।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের পর মোহাম্মদ আলী রিমন থানায় অভিযোগ দাখিল করলে বিরামপুর ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন একই দিন ইফতারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার বলেন, এ ঘটনা কারা সংঘটিত করতেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি গতকাল শনিবার মুঠোফোনে জানিয়েছেন মোহাম্মদ আলী রিমন।

 

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: দিনাজপুর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top