দিনাজপুরের বাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে

দিনাজপুর থেকে | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৪:১০

দিনাজপুরের বাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে

করোনাকালীন লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় দিনাজপুরের সাত হাজার বাস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

জানা যায়, দিনাজপুর থেকে জেলার ১৩ উপজেলা সহ সারা দেশে মানুষ চলাচল করে থাকে। এর মধ্যে পার্বতীপুর বাসটার্মিনাল থেকে উত্তরে নীলফামারী, পশ্চিমে দিনাজপুর, পূর্বে রংপুর ও দক্ষিণে ফুলবাড়ী বিরামপুর হয়ে ঢাকা যাতায়াত করা যায়। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক ৫ এপ্রিল থেকে বাস চলাচল বন্ধ হয়।

লকডাউনে ট্রাক, ট্যাংকলরী, পিকআপ, মাইক্রো, অটোবাইক, চার্জারভ্যান চলাচল স্বাভাবিক থাকলেও দিনাজপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচলের সাথে জড়িত ড্রাইভার, কন্ট্রাক্টর, হেলপারগন কর্মহীন হয়ে পড়ায় তারা তাদের পরিবার পরিজন নিয়ে ধারদেনা করে অতিকষ্টে দিনাতিপাত করছে। হঠাৎ করে তারা অন্য কোন পেশায় গিয়ে কাজও করতে পারছে না। এখন পর্যন্ত তাদের জন্য কেউ সাহায্যের হাত বাড়ায়নি।

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর বাসস্ট্যান্ড কমিটির সাধারন সম্পাদক বাবুল আক্তার বাবু জানায়, লকডাউনের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমরা গাড়ী (বাস) বন্ধ করে বসে আছি। শ্রমিকরা ধারদেনা করে অতিকষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বাস মালিক সমিতি বা সরকারি কোন সাহায্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তাই সরকারের কাছে আকুল আবেদন, অতি দ্রুত শ্রমিকদের সাহায্য করা হোক এবং গণপরিবহন চালু করা হোকে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top