শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাতক্ষীরায় করোনা আক্রান্ত ৫০ জন

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ৪ জুন ২০২১, ২১:২৫

সাতক্ষীরায় ৯৩ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন, ভাইরাসটির উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেজন হারে বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ জনের করোনা পরীক্ষা শেষে আবারও ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৮ জন। এছাড়া ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন। আর উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরো অন্তত দুই শতাধিক মানুষ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজন হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল গুলোতে যা বেড রয়েছে তার চেয়ে বেশী করোনা রোগী ভর্তি রয়েছেন। এর ফলে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তিনি এ সময় করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক নারী। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ওই নারী ২৮ মে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত আড়াইটার দিকে তিনি মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top