• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বেড়িবাঁধ নির্মাণের দাবীতে

প্রতাপনগরে টেকশই প্রধান সড়কের উপর কোমর পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২৫ জুন ২০২১, ১৮:১৩

ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে টেকশই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে প্রধান সড়কের উপর কোমর পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে টেকশই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে প্রধান সড়কের উপর কোমর পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে খোলপেটুয়া নদীর লবণাক্ত পানিতে নিমজ্জিত প্রতাপনগর ইউনিয়নের প্রধান সড়কের ৫নং ওয়ার্ডের গ্রামীণ টাওয়ারের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর সাত্তার, শিক্ষিকা নিলুফা ইয়াসমিন রানু , শিক্ষার্থী হুজাইফা আল-আমিন প্রমুখ। বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে নয় মাস জোয়ার ভাটা চলে আশাশুনির প্রতাপনগরে। বছর ঘুরে আসতে না আসতেই আবারও ঘূর্ণিঝড় ইয়াসে একই বাঁধ ভেঙে ও পানির ওভার ফ্লো হয়ে আবারও গোটা ইউনিয়ন প্লাবিত হয়। এখনও জোয়ার ভাটা চলছে লোকালয়ে। এক বছরে বাজেটের পর বাজেট বেড়েছে কিন্তু বেড়িবাঁধ সংস্কার হয়নি।

ক্ষতিগ্রস্ত উপকূল বাসীরা বলেন, ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রিমুখী সিন্ডিকেটে উপকূল জুড়ে মানুষের এই দূর্ভোগ। এই অবস্থা থেকে পরিত্রাণ চাই তারা। তাই উপকূলের এসব ক্ষতিগ্রস্ত মানুষ এখন টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানব বন্ধনে নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top