ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় ১ প্রতিবন্ধী যুবক আটক
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০৫:২১
                                        দিনাজপুরের ঘোড়াঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেইস বুকে দেয়ায় ১ প্রতিবন্ধী যুবককে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। আটক যুবক উপজেলার লালমাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ মন্ডল (২০)।
২৭ জুন বিকেল ৩টায় মিরাজ মন্ডল ঘোড়াঘাট পৌর ছাত্রদল নামক ফেইস বুক আইডিতে অশ্লীল ক্যাপশন দিয়ে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি করে আপলোড দেয়। বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে গেলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা ঘোড়াঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় রবিবার ২৭ জুন রাত ৯ ঘটিকায় ঘোড়াঘাট থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলার লালমাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে প্রতিবন্ধী মিরাজ মন্ডলকে ব্যবহৃত মোবাইল ফোন সহ গ্রেফতার করে। সোমবার গ্রেফতারকৃত প্রতিবন্ধী মিরাজ মন্ডলকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুরের ঘোড়াঘাট

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।