• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঋণ চাই না, বিনিয়োগের মাধ্যমে পাশে থাকুন: শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫০

 শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

"আমরা ঋণ চাই না, বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকুন।" বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে সুইজারল্যান্ডের জেনেভায় ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে ‘রোড শো’তে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, 'বাংলাদেশের ভালো বন্ধুপ্রতিম দেশ সুইজারল্যান্ড। আর এ কারণে আমরা এখানে এসেছি। আমরা কোনো ধরনের ঋণ চাই না। আমাদের দরকার টেকনোলজিক্যাল সাপোর্ট। তাই সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের আহ্বান জানাই।' বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, 'বাংলাদেশ অনেক উর্বর। এক সময় কৃষি খাতে উৎপাদনে বিখ্যাত ছিল বাংলাদেশ। বর্তমানে সিল্ক, কটন, মসলা, পাট, তৈরী পোশাকসহ অনেক পণ‌্য রপ্তানি করছে। বাংলাদেশ তৈরী পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই হলো স্বাধীনতার পর বাংলাদেশের পরিবর্তন।'

সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস, আইটি, ইলেক্টনিক্সসহ অন্যান্য অনেক খাতে বেশ সুযোগ ও সম্ভাবনা রয়েছে বিনিয়োগের। সুইজারল্যান্ডের কোম্পানি নোভারটিজ দীর্ঘ দিন ধরেই বিনিয়োগ করছে বাংলাদেশে ওষুধ শিল্পে। তাছাড়া, সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম দীর্ঘ দিন ধরে বাংলাদেশে বিনিয়োগ করছে। এসব কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করছে।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top