• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দেশে প্রায় আড়াই কোটি মানুষ পেয়েছে কোভিশিল্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২১, ১৮:৪০

দেশে প্রায় আড়াই কোটি মানুষ পেয়েছে কোভিশিল্ড

সারাদেশে এ পর্যন্ত করোনা (কোভিড-১৯) টিকা দেয়া হয়েছে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জনকে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ লাখ ৬৮ হাজার ৯৩৪ আর নারী ৭২ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪২ লাখ ৯৯ হাজার ৯৬৩ আর নারী ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ জন।

এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে। সিনোফার্মের ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের ৯৫ হাজার ৩১ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনা টিকা পেতে নিবন্ধন করেছেন ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৫৮ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ৫১ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top