১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিলার ফরম পূরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ২১:৫২

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিলার ফরম পূরণের সময় বৃদ্ধি

২০২৩ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

এর আগে প্রথম দফার বর্ধিত সময়ে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ও পরে দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিল।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করবে। প্রতিষ্ঠান প্রধান সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করবেন। এরপর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদরাসা প্রধান দায়ী থাকবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top