৫০ হাজার রুপি জরিমানা খেয়েছেন ইমরান খান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ২৩:১৬
                                        নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। খাইবার-পাখতুনখাওয়ারের স্থানীয় নির্বাচনের আগে সোয়াতে এক জনসভার ভাষণ দিতে গিয়ে তিনি নির্বাচনি আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে একথা নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ ইমরান খানকে সোয়াত সফর না করতে নির্দেশ দেয় ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি)। তবে সে নির্দেশ অমান্য করেই নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি। নির্বাচনী বিধিভঙ্গের জন্য ইসিপি ইমরান খানকে দুবার নোটিশও দিয়েছে। খাইবার-পাখতুনখাওয়ার মালাকান্দ এলাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ায় সবশেষ নোটিশটি তাকে দেওয়া হয় ২১ মার্চ।
উল্লেখ্য, পাকিস্তানের নির্বাচনী বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনের সময় সংশ্লিষ্ট এলাকায় যেতে পারেন না। খাইবার-পাখতুনখাওয়ার স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
এনএফ৭১/এমএ/২০২২

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।