বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

খাশোগি হত্যা: সৌদি যুবরাজ নির্দোষ, বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:০৮

সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ে না। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে এবার মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই ঘটনা সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না।

যুবরাজ যখন যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন, ঠিক তখনই ট্রাম্প এই মন্তব্য করলেন। তিনি ওভাল অফিসে জোর দিয়ে বলেন, প্রিন্স বিন সালমান এর বিষয়ে কিছুই জানতেন না, আর আমরা এটুকুই রাখব।

ট্রাম্প খাশোগিকে 'চরম বিতর্কিত ব্যক্তি' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, অনেকেই ওই ব্যক্তিকে পছন্দ করতেন না, 'আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা তো ঘটে যায়।'

তবে ট্রাম্পের এই বক্তব্য ২০২১ সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি বিরোধপূর্ণ। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজই ২০১৮ সালে ইস্তাম্বুলে খাশোগির হত্যার অপারেশন অনুমোদন করেছিলেন। যুবরাজকে 'লাল গালিচা' সংবর্ধনা এবং ট্রাম্পের এই মন্তব্য— মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top