বাবরি মসজিদ নির্মাণে ১ম দিনেই ব্যাংকের লিমিট ক্রস
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩
মুর্শিদাবাদের রেজিনগরে বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনুদানের ঢল নেমেছে। স্থানীয়রা ইট বেঁধে মাথায় নিয়ে মসজিদ নির্মাণে সাহায্য করছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সাময়িকভাবে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিন থেকে অনলাইনে ও নগদ অর্থে অনুদান গ্রহণ শুরু হয়।
অনুদানের পরিমাণ এত দ্রুত বৃদ্ধি পাওয়ায় হুমায়ুন কবীর জানিয়েছেন, “এসবিআই অ্যাকাউন্টের লিমিট ক্রস করেছে। এখন আর টাকা নেওয়া যাবে না। যারা দান করতে চান, অনুগ্রহ করে দানবাক্স বা কাউন্টারে দান করুন।”
তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল থেকে আবার অনুদান দেওয়া যাবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।