টানা তিন বছর সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরাইল: আরএসএফ-এর বার্ষিক প্রতিবেদন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৫
সাংবাদিক হত্যায় টানা তৃতীয়বারের মতো শীর্ষে রয়েছে ইসরাইল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)–এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এএফপি প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
আরএসএফ জানায়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর আগের বছর এ সংখ্যা ছিল ৬৬। এদের মধ্যে ৪৩ শতাংশই ইসরাইলি সেনাবাহিনীর হামলায় নিহত, যা ইসরাইলকে “সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু” হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি।
চলতি বছরে গাজায় ইসরাইলের হামলায় ২৯ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি ঘটে ২৫ আগস্ট, গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে। ওই হামলায় রয়টার্স ও এপি’র দুই সংবাদদাতা-সহ মোট পাঁচ সাংবাদিক নিহত হন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ২২০ সাংবাদিক ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
ইসরাইলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। বামপন্থি প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও ২০২৫ সালে দেশটিতে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন—যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
এ ছাড়া ইউক্রেন ও সুদানে যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১২ সালে বিশ্বে এক বছরে সর্বোচ্চ ১৪২ সাংবাদিক নিহত হয়েছিলেন, যার প্রধান কারণ ছিল সিরিয়ার গৃহযুদ্ধ।
আরএসএফের তথ্য অনুযায়ী, সাংবাদিকদের আটক রাখার ক্ষেত্রে শীর্ষ তিন দেশ হলো—
-
চীন — ১২১ সাংবাদিক
-
রাশিয়া — ৪৮ সাংবাদিক
-
মিয়ানমার — ৪৭ সাংবাদিক
২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ৪৭টি দেশে মোট ৫০৩ জন সাংবাদিক কারাবন্দী রয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।