নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২০
ইরানের নিরাপত্তা বাহিনী নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি খসরু আলীকোর্দি নামে এক আইনজীবীর স্মরণসভায় উপস্থিত থাকার সময় গ্রেপ্তার হন। এই আইনজীবী এ মাসের শুরুতে মারা গিয়েছিলেন।
নার্গেস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তখন তিনি কারাগারে ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে মুক্তি দেওয়া হয়। শুক্রবার গ্রেপ্তারের সময় তার সঙ্গে আরও কয়েকজনও আটক হয়েছেন। তার স্বামী থাগি রহমানি জানিয়েছেন, গ্রেপ্তারকার্য পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে সম্পন্ন হয়েছে।
নার্গেস নোবেল পুরস্কার পেয়েছিলেন ইরানের নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই এবং দেশে মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ। তিনি দীর্ঘদিন ধরে বাকস্বাধীনতার অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন। নোবেল কমিটির মতে, তার পুরস্কার ইরানের জনগণ, বিশেষ করে নারীদের মুক্তির আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
সূত্র: এএফপি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।