রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ৬ শ্রমিক দগ্ধ, অবস্থা গুরুতর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৭

সংগৃহীত

নারায়ণগঞ্জের বিসিকে অবস্থিত এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় ঘটল ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এতে কারখানার ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন আলআমিন, আজিজুল্লা, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ। সবাইকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক সাড়ে ৮টার দিকে গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

সহকর্মীরা দ্রুত দগ্ধ ছয় শ্রমিককে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে এবং সবার অবস্থাই গুরুতর। যদিও দুর্ঘটনার কারণ হিসেবে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কথা জানা গেছে, পুরো ঘটনাটি তদন্তের পরই বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top