• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ৩

শেরপুর থেকে | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৬:০২

এম জুবায়ের দ্বীপ

শেরপুর পৌর শহরের পূর্বশেরী এলাকায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিবিসি নিউজের প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এস এম জুবায়ের দ্বীপের ওপর দুর্বৃত্ত কর্তৃক হামলা হয়েছে।

জুবায়ের গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্বৃত্তরা জুবায়ের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকদের নিন্দা জ্ঞাপনসহ তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সাধারণ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দ্বীপের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দ্বীপ গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শেরপুর প্রেসক্লাব, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সংগঠন আলাদাভাবে নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাছাড়া জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top