• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১৬:৪৫

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত

সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জের নাকাইহাট বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে নাকাই ইউনিয়নের আয়োজনে ১৯ মার্চ শুক্রবার এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

নাকাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসধারণ সম্পাদক পাভেল, গাইবান্ধা জেলা আ'লীগের সহসভাপতি সুলতান মাহমুদ, সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পলাশবাড়ী আ'লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম মোখছেদ চৌধুরী বিদ্যুৎ, গোবিন্দগঞ্জ উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান হিরু, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, নাকাই কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদ জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান আজাদ, নাকাই ইউনিয়ন আ'লীগের সহসভাপতি খ ম সাজ, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।

আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আশরাফুল আজাদ, সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, নাকাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখছেদুল আমিন রিপন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ আলী চৌধুরী রকি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল আজিজ, ইউনিয়ন আ'লীগের সহসভাপতি আজিজুল ইসলাম সাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম শাহিন, ইউনিয়ন কৃষি বিষয়ক সম্পাদক আলম প্রধানসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top