• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পার্বতীপুরে নদী পুনঃখননের কাজে এক কিলোমিটার নদী খনন না করার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৫ জুন ২০২১, ০৩:৫৫

পার্বতীপুরে নদী পুনঃখননের কাজে এক কিলোমিটার নদী খনন না করার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে নদী পুনঃখননের কাজে এক কিলোমিটার নদী খনন না করার অভিযোগ উঠেছে।

জানা যায়, নীলফামারীর সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) ঘৃনাই-করতোয়া নদী পুনঃখনন কাজ মার্চ মাস থেকে শুরু হয়।

সৈয়দপুরের বাঙ্গালীপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মধ্য দিয়ে নদী খনন চলে এবং বদরগঞ্জ উপজেলা এলাকায় গিয়ে শেষ হবে। জিরো পয়েন্ট থেকে ভালো ভাবে খনন কাজ করলেও বেলাইচন্ডী কুঠিপাড়া (বালুচর) গ্রামের নিকট প্রায় এক কিলোমিটার নদী খনন না করেই ঠিকদারের লোকেরা চলে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বেলাইচন্ডী ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম (৪৫) জানান, বালুচর এলাকায় প্রায় এক কিলোমিটার নদী খনন না করেই ঠিকাদারের লোকজন ১৫ দিন আগে চলে গেছে। নদীর উভয় দিকে খনন করা হলেও এ জায়গাটিতে প্রায় ৫ ফুট খনন না করায় পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে। আমি সমতল ভাবে নদী খননের দাবী জানাচ্ছি।

বালুচর গ্রামের বৃদ্ধ আঃ জলিল (৭০), আঃ রাজ্জাক (৪৫), গুড়াতিপাড়া গ্রামের বৃদ্ধ জিকরুল হক (৬০) সহ অনেকে জানান, অন্য জায়গায় ঠিকমতো নদী খোড়া (খনন) করা হলেও এখানে কেন যে খোড়া (খনন) করা হলো না তা জানিনা। দুপুরে এ ব্যাপারে সৈয়দপুর পাউবো নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করেও তার মতামত পাওয়া যায়নি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top