• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১

লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসাথে বিশ্বনেতাদের সামনে রেখেছেন ৩টি প্রস্তাব। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব রাখেন তিনি।

লিঙ্গ সমতার বিষয়ে উপদেষ্টা বোর্ড প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতাদের প্রশংসা করে প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক পর্যায়ে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে আমাদের লিঙ্গ চ্যাম্পিয়ন প্রয়োজন এবং আমরা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দিতে পারি। উপদেষ্টা বোর্ড কে স্থানীয়করণ করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

দ্বিতীয়ত প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে রাজনৈতিক ও আর্থিকভাবে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন। এ ধরনের প্রচেষ্টায় সহায়তার ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তৃতীয় প্রস্তাবে লিঙ্গ সমতার জন্য সাধারণ কর্মসূচি জোরদার করতে নেতৃবৃন্দের একটি সম্মেলন ডাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু আমরা নয়, সকল নেতার এতে যোগদান করা উচিত এবং লিঙ্গ সমতার অগ্রগতির জন্য দৃঢ় প্রতিশ্রুতি উপস্থাপন করা উচিত।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম এ। বর্ধিত সংখ্যক নারী কর্মীবাহিনীতে যোগ দিচ্ছে। স্বাস্থ্যসেবা কর্মীদের প্রায় ৭০ শতাংশ ও তৈরি পোশাককর্মীদের ৮০ শতাংশের বেশি নারী, তারা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে রয়েছে বলে এ সময় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top