• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লালমনিরহাটে মহিষতুলি সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২, ২৩:১২

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াজকুরুনী (৩০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি সীমান্ত দিয়ে ভারতীয়দের সহযোগিতায় গরু নিয়ে ফিরছিলেন বাংলাদেশি কয়েকজন চোরাকারবারি। এ সময় সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাব-পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে ভারতের অভ্যন্তরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান গরু পারাপারকারী বাংলাদেশি আয়নাল হক ও ওয়াজকুরুনী। পরে তাদের সঙ্গীরা টেনেহিঁচড়ে লাশ বাংলাদেশে নিয়ে আসেন।

এদিকে, নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ওয়াজ ও আইনাল সীমান্তের ২২নং পিলারের কাছে গেলে ভারতের শিতাই বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পরিবারের লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে আসে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

লালমনিরহাট-১৫ বিজিবির কর্মকর্তারা জানান, দুই জন নিহতের খবর পেয়েছেন তারা। এ ঘটনায় প্রতিবাদ পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, বিএসএফের গুলিতে নিহত দুজনের লাশ তাদের নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top