শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

তেজগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু, জনতার ঢল

রাজিউর রাহমান | প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০১:১০

ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষিত ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’য় অংশ নিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হয়েছেন। বুধবার (১৯ জুলাই) বিকেল ৩টায় শুরু হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।

মগবাজার থেকে মহাখালীগামী সড়কে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সাতরাস্তার চার‌দি‌কের আনাচে-কানা‌চে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে তুলে ধরেছেন। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের শাসনামলের নানা ‘অপকর্মের’ চিত্রও তুলে ধরা হচ্ছে। নেতারা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে আ‌ছেন তারা।

এদিকে, আওয়ামী লীগের এই কর্মসূচি কেন্দ্র করে মহাখালী-মগবাজার সড়কে যানচলাচল সীমিত হয়ে গেছে। কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে যানচলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই অবস্থা বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, বাড্ডা ও রামপুরাসহ আশপাশের সড়কে। এসব এলাকায় পদযাত্রা করছে বিএনপি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top