রমজানকে ঘিরে বেড়েছে গরুর মাংস ও মুরগির দাম!
রাশেদ রাসেল | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪, ১৩:৪৭
 
                                        মুসলমানদের জন্য আত্মসংযমের মাস রমজান। রমজান মাসে ধনী গরীব প্রতিটি মুসলমানেই চেষ্টা করে ভালো খাবার খেতে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা ধান্দায় থাকে এই সুযোগ কাজে লাগিয়ে বাজারদর বৃদ্ধি করার।
এবারও রমজানের শুরুতে বেড়েছে কাঁচা বাজারের দাম। ৩০ টাকার ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তাছাড়া সব সবজির দামই বেশী। সবজি ক্রেতারাও জানান তাদের ক্ষোভ।
গরুর মাংসের দামও বেড়ে গিয়েছে অনিয়ন্ত্রিতভাবে, প্রতি কেজি হচ্ছে ৭৮০ টাকা।
আমদানী কম থাকায় রমজানের আগে মুরগির বাজারও চড়া। ব্রয়লার প্রতি কেজি ২১০ টাকা আর পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকা।
সবজি, মুরগি ও গরুর মাংসের দাম বাড়লেও মাছ ও ডিমের দাম রয়েছে অপরিবর্তিত।
বিষয়: রমজান

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।