চীনের উপহারের ৬ লাখ টিকা পৌঁছাবে বিকেলে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুন ২০২১, ১৮:০১
 
                                        মহামারি করোনা মোকাবিলায় চীন সরকার দ্বিতীয় দফায় বাংলাদেশকে ৬ লাখ টিকা উপহার দিচ্ছে। এই টিকা রোববার (১৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় এসে পৌঁছাতে পারে।
শনিবার (১২ জুন) রাতে দুটি সি-১৩০জে বিমান এসব টিকা আনতে চীন যায়। চীন সরকারের উপহারের এসব টিকা বিমানে বহন করে এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান। চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চীনের উপহার ৬ লাখ টিকা করোনা চীন বাংলাদেশ

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।