• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হিজরতের পথে ১৮৫ ঘণ্টায় মক্কা থেকে হেঁটে মদিনায় ৫ ব্রিটিশ নাগরিক

নিশি রহমান | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০২:১৫

পায়ে হেঁটে মক্কা থেকে মদিনার পথে পাঁচ ব্রিটিশ ওমরাহযাত্রী।ছবি: সংগৃহীত

মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের পথ ধরে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন পাঁচ ব্রিটিশ ওমরাহযাত্রী। ৫৪৭ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিতে তাদের ১৮৫ ঘণ্টা সময় লাগে। গত ২২ জানুয়ারি সাত দিন পথচলার পর মদিনায় পৌঁছালে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

আরও পড়ুন>>> যে কারণে রাসুল (সা.) কখনো আজান দেননি

ওই পাঁচ ওমরাহযাত্রী মদিনায় পৌঁছালে তাদের সম্মানে ঐতিহাসিক কবিতা আবৃত্তি করে সেখানকার অধিবাসীরা। ১৪ শ বছর আগে মহানবী (সা.)-এর উদ্দেশ্যে আবৃত্তি করা ‘তালাআল বাদরু আলাইনা ...’ কবিতাটি গাইতে শুরু করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অভ্যর্থনা জানানোর সেই দৃশ্যটি। মদিনাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনার দৃশ্যটি সবার মনে তৈরি করে অন্য রকম অনুভূতি।

এই অভিযাত্রায় অংশ নেওয়া এক সদস্য জানান, মহানবী (সা.) ও তাঁর সাহাবিদের পথ ধরে তারা পায়ে হেঁটে পথচলার উদ্দেশ্যে বের হয়েছিলেন। ১৫-১৯ দিনের মধ্যেই অভিযাত্রা শেষ করার পরিকল্পনা ছিল তাদের। তবে নির্দিষ্ট সময়ের আগেই গন্তব্যে পৌঁছায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top