• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আজ সুইজারল্যান্ডের মুখোমুখি রোনালদো

নিশি রহমান | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

দেখতে দেখতে ২০২২ কাতার বিশ্বকাপের আরো একটি পর্ব শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডের শেষ দিন আজ। এই দিনটিতেও রয়েছে দুটি ম্যাচ। তবে শুরুর আগে সেই দুই ম্যাচের ছবি আঁকতে বসে মনের পর্দায় একটাই নামই ভাসছে—ক্রিশ্চিয়ানো রোনালদো। সোনার চেয়েও দামি পা দুটি দিয়ে ফুটবল মাঠে কত বীরত্বগাথা রচনা করেছেন! উপহার দিয়েছেন হাজারো স্মরণীয় মুহূর্ত। অবিশ্বাস্য দর্শনীয়, নানন্দিক সেই মুহূর্তগুলো ফুটবল ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে।

আজ সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি খেলতে নামার আগে প্রশ্ন উঠেছে—পারবেন কি রোনালদো? রোনালদো ও তার দল পর্তুগাল কি পারবে সুইজারল্যান্ডের বাধা ডিঙিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে। স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে। আর জয়ের জন্য পর্তুগাল তার দিকেই তাকিয়ে থাকবে। মহাতারকা হিসেবে দলকে জয় উপহার দেওয়ার দায়ও আছে রোনালদোর।

নিজেদের এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পা রেখেছে পর্তুগাল। তবে গ্রুপ পর্বে রোনালদো ঠিক রোনালদো হয়ে জ্বলতে পারেননি। তিন ম্যাচে করেছেন মাত্র একটি গোল, সেটিও পেনাল্টি থেকে। গ্রুপ পর্বের সেই বিবর্ণতার ছায়া ফুরে আলোকবর্তিকা হয়ে জ্বলার সময় আজই। আজ যে হারা চলবে না। স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততে হবেই।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top