বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ইউরোপে আশ্রয়ের নতুন নিয়ম: তালিকায় বাংলাদেশসহ ৭ দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২১

সংগৃহীত

ইউরোপে রাজনৈতিক আশ্রয় পেতে যাওয়া বাংলাদেশিদের জন্য আসছে বড় দুঃসংবাদ। অভিবাসন নীতি আরও কঠোর করার লক্ষ্যে বুধবার ইউরোপীয় পার্লামেন্টে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নতুন এই নীতি অনুযায়ী, ইইউ কিছু দেশকে ‘নিরাপদ’ দেশ হিসেবে তালিকাভুক্ত করছে, যেখানে রয়েছে বাংলাদেশও। বাংলাদেশ ছাড়াও ভারত, মিসর ও মরক্কো এই তালিকায় আছে। এর মানে হলো, এসব দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদন এখন থেকে খুব সহজেই বাতিল হতে পারে।

দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, বাতিল হওয়া আশ্রয়প্রার্থীদের এখন থেকে তৃতীয় কোনো নিরাপদ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আলবেনিয়া পরিকল্পনার মতোই এই প্রক্রিয়া এখন পুরো ইউরোপে কার্যকর হওয়ার পথে।

ডানপন্থী আইনপ্রণেতারা একে ‘ভিত্তিহীন আশ্রয়ের চাপ কমানোর পদক্ষেপ’ বললেও, মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র সমালোচনা করেছে। গত বছর আশ্রয়ের আবেদন করা ১০ লাখ মানুষের মধ্যে মাত্র ৪ লাখের মতো সুরক্ষা পেয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top