বুর্জ খলিফায় বজ্রপাত, ক্ষতি হয়নি ভবনের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৮
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে গতকাল বুর্জ খলিফায় বজ্রপাত ঘটে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম।
ক্রাউন প্রিন্স ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে জানান, সামনের দিনগুলোতেও দুবাইয়ে বৃষ্টিপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাসিন্দাদের সেই অনুযায়ী প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন।
দুবাইয়ের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শহরে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এই আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২,৭১৭ ফুট। ভবনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে বজ্রপাতের প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।