শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, গুতেরেস নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।
এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্কও গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মহাসচিব ও টুর্ক উভয়েই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রেক্ষাপটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সকলকে সহিংসতা থেকে বিরত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।