বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা:

জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হতে পারে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাজ্যে যদি এই জনসংখ্যার প্রবণতা অব্যাহত থাকে, তাহলে একসময় আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে।

মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে হিমন্ত শর্মা জানান, “রাজ্যে বর্তমানে ৪০ শতাংশ মানুষ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এই সংখ্যা আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে (বাংলাদেশের সঙ্গে) অন্তর্ভুক্ত হয়ে যাব।” তিনি আরও উল্লেখ করেন, গত পাঁচ বছর ধরে তিনি এই বিষয়ে সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া।”

এই মন্তব্যের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা প্রতিক্রিয়া জানান, “এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর চুপ থাকবে না।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মধ্যে কিছু মানুষ ভুল মানসিকতা ধারণ করছে। আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ করে থাকব না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top