বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত।

২৪ ডিসেম্বর, বুধবার বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। তলবের সময় ভারত শহীদ হাদি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। বিষয়টির সঙ্গে ভারতের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখার জন্য নয়াদিল্লি বাংলাদেশের কাছে স্পষ্ট প্রতিক্রিয়া চেয়েছে।

হাদিকে হত্যার পর ভারতের দূতাবাসের সামনে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবও বাড়তে শুরু করেছে, এমনই উল্লেখ করেছে পিটিআই।

এদিকে মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করা হয়েছে। তাকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি দেশটিতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

এর আগে ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তখন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়। সেই সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা প্রতিরোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়।

উল্লেখ্য, ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতকে পালটা তলব করেছিল। এক সপ্তাহের মধ্যেই তাকে আবারও তলব করা হলো, যা এই বিষয়টির গুরুত্ব এবং দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা তুলে ধরে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top