• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১১ মে ২০২১, ১৯:২০

সাতক্ষীরার দেবহাটায় স্বামী কর্তৃক স্ত্রী তাসলিমা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আজিবর রহমান পলাতক

সাতক্ষীরার দেবহাটায় স্বামী কর্তৃক স্ত্রী তাসলিমা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার সুশীলগাতি এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পিটিয়ে হত্যার পর তার মরদেহ আম বাগানে ফেলে পালিয়েছে স্বামী আজিবর রহমান। নিহতের মাথা, ঘাড় ও পিটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

নিহত তাসলিমা খাতুন (৪৫) দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজুর স্ত্রী ও একই উপজেলার বেজোরাটি গ্রামের জমাত আলীর কন্যা।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজু তার স্ত্রী তাসলিমা খাতুনকে অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে আয় উপার্জন করার জন্য চাপ প্রয়োগ করতো। কিন্তু তাসলিমা খাতুন অন্যের জমিতে কৃষি কাজ করতে অনীহা প্রকাশ করতো। এনিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক অশান্তি হতো।

এমনকি আজিবর রহমান প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে আজিবর রহমান তার স্ত্রীকে পিটিয়ে হত্যার পর সুশীলগাতি আম বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top