শাহবাগে এনসিপির সমন্বয় সভায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত পাঁচ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৪
রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমন্বয় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এই সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয় এবং তারা ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র বলছে, মোহাম্মদপুর ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত ব্যক্তিগত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। প্রায় আধা ঘণ্টা ধরে উত্তেজনা চললেও এ সময় কোনো কেন্দ্রীয় নেতাকে ঘটনাস্থলে দেখা যায়নি।
জানা যায়, তিন মাস আগে বংশাল থানার পদপ্রার্থী ইমতিয়াজসহ কয়েকজন মোহাম্মদপুরে এক ব্যবসায়িক বিষয়ে কথা বলতে গেলে রিয়ান নামে এক এনসিপি নেতার সহায়তা নেন। তবে অভিযোগ, রিয়ান তাদের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে আর তা ফেরত দেননি। বরং ফোন নম্বর পরিবর্তন ও এড়িয়ে চলছিলেন। শুক্রবার সমন্বয় সভায় রিয়ানকে দেখে টাকা ফেরত চাইতেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় রিয়ানের ছোট ভাই ইউসুফ আহত হন। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে বংশাল থানার কর্মী সৌরভ অভিযোগ করে বলেন, “রিয়ান টাকা নিয়ে আমাদের আটকে রাখার চেষ্টা করেছিল। আজ তাকে দেখেই টাকা ফেরতের কথা বলায় আমাদের ওপর হামলা হয়।”
অন্যদিকে মোহাম্মদপুর থানা এনসিপির এক নেতা দাবি করেন, ঘটনাটি উল্টো ব্যাখ্যা করা হচ্ছে। তাদের পক্ষ থেকেও অন্তত তিন-চারজন আহত হয়েছেন বলে জানান তিনি।
এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু বলেন, “এটি দলীয় কোনো বিষয় নয়। দুজন কর্মীর পুরোনো ব্যক্তিগত লেনদেনের জেরে এই মারামারি হয়েছে।” ভিডিওটি সামাজিক বড়মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।