• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাংলাবাজার ইউনিয়নে করোনায় হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ০৪:৫৩

বাংলাবাজার ইউনিয়নে করোনায় হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে হতদরিদ্র পরিবারেরর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা হিসেবে ৫'শত টাকা করে প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭,৮ ও ৯ নং এ সহায়তা প্রদান করা হয়।

কোভিড-১৯'র কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন, দুস্থ ও অসহায় লোকদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ইউনিয়নের এ সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার।

এসময় ইউপি সদস্য মোশারফ হোসেন, মোজাম্মেল হোসেন, উজায়ের হোসেন ফারুক, রেনুয়ারা বেগম, ট্যাগ অফিসার আব্দুল হাইসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। এসময় তিনি ১৫০ পরিবারের মধ্যে ৫০০ টাকা করে বিতরণ করেছেন।

বুধবার সকালে বাশতলা চৌধুরীপাড়া শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাবাজার ইউনিয়নের বাকি ৫ ও ৬ নং ওয়ার্ড এবং বিকালে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হবে।

এ সময় বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা বলেন, ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা করে বিতরণ করা হবে। চলমান লকডাউনে বাংলাবাজার ইউনিয়নের সকল গ্রামে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এ উপহার চলমান। সামাজিক দূরত্ব বজায় রেখে অসচ্ছল পরিবার ও মানুষদের মধ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top