• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পদ্মায় তীব্র স্রোত

বাংলাবাজার-শিমুলিয়া রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ

মাদারীপুর থেকে | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ২৩:০০

পদ্মায় তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাদারীপুরের বাংলাবাজার- মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌ-রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।

এ ঘোষণার পর বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর আগে সকাল থেকে এ নৌ-রুটে ৫ টি কেটাইপ ফেরি চলাচল করছিল।

বিআইডবিউটিসি'র বাংলাবাজার ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৌরুটের পদ্মানদীতে চার-পাঁচদিন ধরেই পানি বৃদ্ধি পেতে থাকে এবং সাথে সাথে স্রোতের তীব্রতা বাড়তে থাকে। এতদিন ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করলেও স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পদ্মা পার হতে গিয়ে চ্যানেল অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে আকস্মিক ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন চালকেরা বিপাকে পরেছে। ঘাটে থাকা পণ্যবাহী গাড়ীগুলো দুপুরের পর থেকে ঘাট এলাকা ছাড়তে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোঃ. সালাহউদ্দিন আহমেদ জানান, 'স্রোতের কারণে দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কখন চলবে তা বলা যাচ্ছে না। পদ্মা পার হওয়ার জন্য বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top