• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শিবচরে অজ্ঞাত ব্যক্তির ঝলসানো লাশ উদ্ধার

মাদারীপুর থেকে | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত ঘর থেকে মুখমন্ডল ঝলসানো হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন মাদারীপুরের শিবচরে একটি পরিত্যক্ত ঘর থেকে দাহ্য জাতীয় পদার্থ দিয়ে মুখমন্ডল ঝলসানো হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা (৪৩) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে লাশটি ওই পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উদ্ধারকৃত লাশটির পা ও হাতসহ শরীর শক্ত রশি দিয়ে বাঁধা এবং মুখমন্ডল পেট্রোল বা বিষাক্ত কোন দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো অবস্থায় ছিল। পড়নে বাসন্তি রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট রয়েছে। ওই অজ্ঞাতনামা ব্যক্তি হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে পরিত্যক্ত ঘরটিতে এনে দাহ্য বা বিষাক্ত পদার্থ দিয়ে মুখমন্ডল ঝলসিয়ে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তি হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে লাশটি এখানে এনে দাহ্য বা বিষাক্ত জাতীয় পদার্থ দিয়ে মুখমন্ডল পুড়িয়ে পরিচয় গোপন করার চেষ্টা করা হয়েছে। আমরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি ও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ শুরু করেছি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top