• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সুনামগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে -পুলিশ সুপার

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ২১:৫০

অপরাধ প্রবণতা প্রতিরোধে সুনামগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে -পুলিশ সুপার

অপরাধ প্রবণতা প্রতিরোধে সুনামগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান।

সোমবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সদর মডেল থানা প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান।

আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পারভেজ আলম চৌধুরী, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমদ, সদর থানার ওসি (তদন্ত) এজাজুল ইসলাম,এস আই প্রদীপ চক্রবর্তী,এস আই শরিফ উদ্দিন, এস আই আমির হোসেন, এস আই জাহাঙ্গীর হোসেন, এসআই কবির উদ্দিন, এস আই আবু সায়েম, এস আই আবির দাস,এস আই আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জ পৌর শহরের মাদক, চুরি ডাকাতি চিনতাই ও ইভটিজিং প্রতিরোধে ১৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে শহরের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তবে পুলিশের একার পক্ষে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন। শহরের সচেতন নাগরিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে। গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে একটা বিরাট ভূমিকা রাখতে পারেন বলেও তিনি উল্লেখ করেন। পর্যায়ক্রমে পুরো জেলাকে সিসি টিভি’র নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার জন্য সরকার কাজ করছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top