• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিতকরণ কমর্শালা

মাদারীপুরে থেকে | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ০১:২৫

মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিতকরণ কমর্শালা

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায় অবহিতকরণ কমর্শালা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান। জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস কর্মকর্তা তপন মজুমদার।

কর্মশালায় জানানো হয়, চার বছর মেয়াদী প্রকল্প শেষ হওয়ার পর ইলিশের উৎপাদন ১৬ ভাগ বৃদ্ধি পাবে। প্রকল্পটি দেশের মোট ২৯টি জেলায় পরিচালিত হবে। কর্মশালায় মাদারীপুর জেলার ৫টি উপজেলার মৎস চাষী ও জেলেরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top