পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৪:৩১
                                        ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাবনার বেড়ায় শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার রুপপুর ইউনিয়নের ঘোপসেলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।
নিহতের ভাই লিটন হোসেন জানান, তার ভাবিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিলেন শিপন। দেড় বছর আগে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। তখন থানায় একটি মামলাও হয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১২টার দিকে শিপন বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা সৌরভ ও তার ভাই সম্রাট তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এনএফ৭১/আরআর/২০২২

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।